হলিউডে নক্ষত্র পতন। চলে গেলেন বিখ্যাত অভিনেতা শন কোনারি। জেমস বন্ড খ্যাত অভিনেতা বলেই সবচেয়ে বেশি পরিচিত ছিলেন তিনি। শনিবার ৯০ বছর বয়সে ঘুমের মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর।
Statement from Daniel Craig
“It is with such sadness that I heard of the passing of one of the true greats of cinema. pic.twitter.com/McUcKuykR4
— James Bond (@007) October 31, 2020
১৯৫৭ সালে সিনেমায় অভিনয়ে হাতেখড়ি হয় তাঁর। অভিনয় করেন ‘নো ব্যাক রোড’ নামে একটি ছবিতে। তার পাঁচ বছর পর জেমস বন্ড ০০৭ চরিত্রে হলিউডে আত্মপ্রকাশ করেন শন কোনারি। ১৯৬২ থেকে ১৯৮৩ সাল পর্যন্ত জেমস বন্ড সিরিজের ৭টি ছবিতে অভিনয় করতে দেখা গেছে তাঁকে। ‘ডক্টর নো’, ‘ইউ ওনলি লিভ টোয়াইস’, ‘ডায়মন্ডস আর ফরেভার’ এবং ‘নেভার সে নেভার এগেইন’-এর মতো ছবিতে অভিনয় করেছেন তিনি। জেমস বন্ডের চরিত্রে অভিনয় তাঁকে সারা বিশ্বে বিরাট খ্যাতি এনে দিয়েছিল।
Sir Sean Connery has died at the age of 90. He was the first actor to play James Bond on the big screen in Dr. No in 1962, From Russia With Love, Goldfinger, Thunderball, You Only Live Twice and Diamonds Are Forever followed. pic.twitter.com/VaFPHCM5Ou
— James Bond (@007) October 31, 2020
শুধু বন্ড নয়, হলিউডের বিভিন্ন ছবিতে নিজের অসামান্য অভিনয় প্রতিভাকে তুলে ধরেছিলেন তিনি। ১৯৮৭ সালে ‘দ্য আনটাচেবলস’ সিনেমায় দুর্দান্ত অভিনয়ের স্বীকৃতি স্বরূপ তিনি অস্কার সম্মান পেয়েছিলেন। সারা জীবনে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের পাশাপাশি পেয়েছেন ২টি বাফটা, ৩টি গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডও পেয়েছেন স্যর শন কনারি। তাঁর অভিনীত সিনেমাগুলির মধ্যে উল্লেখযোগ্য ‘মার্ডার অন দ্য ওরিয়েন্ট এক্সপ্রেস’, ‘দ্য নেম অফ দ্য রোজ’, ‘হাইল্যান্ডার’। তাঁর প্রয়াঁে বিশ্বজুড়ে চলচ্চিত্র প্রেমীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।