নিউজ ওয়েভ ইন্ডিয়া: মদের হোম ডেলিভারি দ্রুত চালু করতে তৎপর রাজ্যের আবগারি দপ্তর। ইতিমধ্যেই চারটি সংস্থার সঙ্গে কথাবার্তা প্রায় পাকা। তবে রাজ্য সরকার চাইছে আরও সংস্থা যাতে অনলাইন পরিষেবায় অংশ নেয় তা নিশ্চিত করতে।
আবগারি দফতর সূত্রে খবর, গত বছরের অগস্ট মাসে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে আগ্রহী সংস্থাদের আবেদন করতে বলা হয়েছিল। তারমধ্যেই চারটি সংস্থাকে বেছে নেওয়া হয়েছে। তাদের সঙ্গে চুক্তি চূড়ান্ত করা হবে। তবে নতুন করে ফের আবেদন গ্রহণ করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এজন্য গত সপ্তাহে এই নিয়ে একটি বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে।
এর আগে করোনা পরিস্থিতিতে মদের হোম ডেলিভারি ব্যবস্থা চালু করা হলেও তাতে সে ভাবে সাড়া পাওয়া যায়নি। এর কারণ হিসেবে আবগারি দফতরের কর্তাদের দাবি, পরিকাঠামোর অভাবেই সফল হয়নি এই প্রকল্প। এবার তাই পরিকাঠামো তৈরিতে জোর দেওয়া হচ্ছে। এতদিন মদের দোকানদাররাই নিজেদের ব্যবস্থায় এলাকা ভিত্তিক ভাবে অর্ডার সরবরাহ করেছে। যদিও অর্ডার নেওয়া হয়েছিল রাজ্য সরকারের পোর্টাল থেকেই। এতে সার্বিকভাবে রাজ্যের সর্বত্র মদ পৌঁছে দেওয়া সম্ভব হয়নি।
এ বার তাই স্বাধীনভাবে এলাকাভিত্তিক বিভিন্ন সংস্থাকে অনলাইন পরিষেবা চালু করতে চাইছে আবগারি দফতর। সেই কারণেই সক্ষম বেসরকারি সংস্থার অংশগ্রহণ চাওয়া হচ্ছে।
এরআগে অগ্রিম ২৫ হাজার টাকা দিয়ে অনেক আবেদন জমা পড়ে দফতরে। তার মধ্যেই বাছাই করে চারটি সংস্থাকে নির্বাচন হয়েছে। এগুলির মধ্যে একটি কলকাতার। বাকি একটি মুম্বইয়ের, একটি বেঙ্গালুরুর ও একটি চেন্নাইয়ের সংস্থা। ঠিক হয়েছে, আগামী অর্থবর্ষের গোড়ার দিকে, অর্থাৎ এপ্রিল মাস নাগাদ শুরু হয়ে যাবে বাড়ি বাড়ি মদ পৌঁছে দেওয়ার পরিষেবা।