নিউজ ওয়েভ ইন্ডিয়া: হাওড়ার আমতায় ছাত্রনেতা আনিস খানের মৃত্যুর ঘটনায় মুখ্যসচিবের নেতৃত্বে সিট গঠন করেছে সরকার। নিরপেক্ষ তদন্তের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “১৫ দিনের মধ্যে রিপোর্ট দেবে সিট। আনিসের মৃত্যু দুর্ভাগ্যজনক। ওঁর সঙ্গে আমাদের সম্পর্ক ভাল ছিল। ঘটনায় যারা দোষী তারা শাস্তি পাবে। যেই করে থাকুক, এর কোনও ক্ষমা নেই।” এদিকে, আনিস মৃত্যুর দু’দিন পর নবান্নে মৃতের পরিবারকে দেখা করতে ডেকেছেন মুখ্যমন্ত্রী।
দেউচা পাঁচামি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “দেউচা পাঁচামি হলে লক্ষাধিক ছেলেমেয়ের চাকরি হবে। সরকার অনেক টাকা খরচ করবে।” তিনি বলেন, “দেউচা পাঁচামিতে প্রতি পরিবার থেকে দেওয়া হবে চাকরি। কেউ কেউ ওখানে গিয়ে মিথ্যা প্রচার করছেন। আমরা দেউচা পাঁচামিতে কাউকে বঞ্চিত করছি না। জমির বদলে জমি, বাড়ির বদলে বাড়ি দেওয়া হচ্ছে। বাড়ি করার জন্য দেওয়া হচ্ছে ৭ লক্ষের আর্থিক প্যাকেজ।” সোমবার সাংবাদিক বৈঠক থেকে একথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।