বিজেপির বিরুদ্ধে প্রচারে নামছে EPS-95 আন্দোলনকারীরা
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি প্রতিশ্রুতিভঙ্গের বার্তা দিয়ে এবার সরাসরি বিজেপি বিরোধিতার পথে নামতে চলেছে National Agitation Committee(NAC). EPS-95-এর পেনশেন প্রাপকদের অভিযোগ, পেনশন বৃদ্ধির প্রতিশ্রুতি দিয়েও তা রাখেননি তিনি ও তাঁর সরকার।

সম্প্রতি দিল্লিতে সেন্ট্রাল ওয়ার্কিং কমিটির বৈঠকে NAC-এর সিদ্ধান্ত, ৩১-এ অগস্টের মধ্যে তাদের দাবিদাওয়া পূরণ না হলে, আসন্ন মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে সরাসরি বিজেপির বিরুদ্ধে প্রচারে নামবে তারা। ১০ লক্ষেরও বেশি পেনশন আন্দোলনকারী এই প্রচারে বিজেপির বিরুদ্ধে ভোটের ময়দানে নামবেন।

গত দুদিন দিল্লির যন্তরমন্তরে NAC-এর সর্বভারতীয় সভাপতি অশোক রাউতের নেতৃত্বে ধরনা কর্মসূচিও পালন করেন EPS-95 আন্দোলনকারীরা। আন্দোলনকারীদের কেউ কেউ ৭০-৭৫ বছরও পেরিয়েছেন। এদের সকলেরই পেনশন হাজার টাকার আশেপাশে। আন্দোলনকারীদের দাবি, এই পরিস্থিতিতে পেনশনের সামান্য টাকায় তাঁদের পরিবারের জীবন ধারণ প্রায় অসম্ভব হয়ে উঠেছে।

NAC-এর দাবি, অবিলম্বে ন্যূনতম পেনশন ৭৫০০ টাকা করতে হবে এবং সঙ্গে ডিএ দিতে হবে। সেইসঙ্গে পেনশনার স্বামী-স্ত্রী উভয়কেই বিনামূল্যে চিকিৎসার সুবিধা দিতে হবে।

Share it