ওড়িশার বালেশ্বরের দক্ষিণে স্থলভাগে ঘণ্টায় ১৫৫ কিলোমিটার গতিবেগে আছড়ে পড়ল শক্তিশালী ঘূর্ণীঝড় ‘যশ’। বুধবার সকাল ৯টা ১৫ মিনিটের বুলেটিনে একথা জানিয়েছে মৌসম ভবন। তবে ঘূর্ণিঝড়ের কেন্দ্রের গতিবেগ ঘণ্টায় ১৩০ থেকে ১৪০ কিলোমিটার ছিল গড়ে। সর্বোচ্চ ছিল ঘণ্টায় ১৫৫ কিলোমিটার।
Rains reported from parts of Bhogarai area of Balasore district as #CycloneYaas gains strength. #CycloneAlert #Odisha pic.twitter.com/JY1H0yWTlR
— Rising Odisha (@rising_odisha) May 24, 2021
শেষ ৬ ঘণ্টায় ১৭ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে এগিয়েছে ‘যশ’। জানিয়েছে মৌসম ভবন। বুধবার দুপুরের মধ্যে ওড়িশার পারাদ্বীপ ও পশ্চিমবঙ্গের সাগর দ্বীপের মধ্যে বালেশ্বরের দক্ষিণ ও ধামরার উত্তর দিক দিয়ে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় রূপে ‘যশ’ অতিক্রম করে যাবে বলেই পূর্বাভাস দিয়েছে জাতীয় আবহাওয়া অফিস। তার পর ঘূর্ণিঝড় চলে যাবে ঝাড়খণ্ডের দিকে।
#WATCH | West Bengal: Turbulent sea and strong winds witnessed in Digha of Purba Medinipur district.
At 9.30 am #CycloneYaas is about 30 km south-southeast of Balasore (Odisha). Current intensity of the storm is 130-140 kmph, as per IMD. pic.twitter.com/HLSmtsA1c2
— ANI (@ANI) May 26, 2021
এদিকে বুধবার সকালে নবান্নে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “উপকূলবর্তী এলাকায় গ্রামগুলিতে জল ঢুকছে। পূর্ব মেদিনীপুরে ৫১টি নদীবাঁধ ভেঙেছে। গোসাবার গ্রামগুলি প্লাবিত। ২০ হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। দিঘা, শংকরপুর এলাকা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। নন্দীগ্রামে গ্রামের পর গ্রাম ডুবে গিয়েছে। পূর্ব মেদিনীপুরে ৩.৮ লাখ মানুষকে নিরাপদে সরানো হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে বিদ্যুৎ ও জল পরিষেবা ব্যাহত হতে পারে।” উপকূল এলাকার বাসিন্দাদের প্রতি তাঁর সতর্কবার্তা, “যত ক্ষণ না প্রশাসন অনুমতি দিচ্ছে, ত্রাণ কেন্দ্র থেকে বাড়ি ফেরার চেষ্টা করবেন না”।
#WATCH | Odisha: Water from the sea floods the residential areas in Dhamra of Bhadrak district.
The landfall process of #CycloneYaas is continuing. It will take around 3 hours to complete. It is 30 km south-southeast of Balasore at 9:30 am, as per IMD's update. pic.twitter.com/j6JMo2f3sa
— ANI (@ANI) May 26, 2021