শক্তিশালী ঘূর্ণিঝড় যশ-এর দাপটে সোমবার বিকেল থেকেই দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় শুরু হয়েছে বৃষ্টি। তবে, সামান্য বদল হয়েছে মৌসম ভবনের পূর্বাভাসে। মঙ্গলবার সকাল ৯টা ১০ মিনিটের বুলেটিনে রাজ্যে বৃষ্টির পূর্বাভাস দিয়ে মৌসম ভবন জানিয়েছে, রাজ্যের একাধিক জেলায় কিছুটা কমবে বৃষ্টির দাপট।
মৌসম ভবনের পূর্বাভাস, মঙ্গলবার থেকেই পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া ও হুগলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। নদিয়া, মুর্শিদাবাদ ও দার্জিলিংয়েও হতে পারে ভারী বৃষ্টি।
স্থলভাগে আঘাত করার পরে ঝাড়খণ্ডের দিকে যাওয়ার কথা যশ-এর। এদিকে গতিবেগ বাড়িয়ে স্থলভাগের দিকে এগিয়ে আসছে এই শক্তিশালী ঘূর্ণিঝড়। মৌসম ভবনের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, গত ৬ ঘণ্টা ধরে ঘণ্টায় ১০ কিলোমিটার গতিবেগে এগিয়ে আসছে ‘যশ’। অর্থাৎ এই গতিবেগে এগোতে থাকলে বুধবার দুপুরে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় রূপে ‘যশ’ ওড়িশার পারাদ্বীপ ও পশ্চিমবঙ্গের দিঘার মধ্যে ওড়িশার বালেশ্বর উপকূল অতিক্রম করবে বলে পূর্বাভাস।
‘যশ’ স্থলভাগে আছড়ে পড়ার সময় ঝড়ের গতিবেগ ১৫৫ থেকে ১৬৫ কিলোমিটার, সর্বোচ্চ ১৮৫ কিলোমিটার হতে পারে বলে জানিয়েছে মৌসম ভবন।