শক্তিশালী ঘূর্ণীঝড় ‘যশ’-এর দাপটে দিশেহারা দক্ষিণ ২৪ পরগনা ছাড়াও হাওড়া ও হুগলির বিস্তীর্ণ অঞ্চল। প্রবল ঝড়ের সঙ্গে ভারী বৃষ্টি তো ছিলই তারসঙ্গে ঘন ঘন বজ্রপাতেও ক্ষতিগ্রস্ত অনেক এলাকা। কোথাও ঝড়ে এয়ারকন্ডিশন মেশিন উড়ে চলে গেছে দূরে পাশের বাড়ির ছাদে। কাঁচা বাড়ির চাল উড়ে অনেকে জখমও হয়েছেন। বজ্রপাতে নারকেল গাছ সহ অনেক গাছই পুড়ে গিয়ে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক সম্পত্তিরও ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয় সূত্রে খবর। হাওড়ার একাংশে ব্যাপক জল ঢুকতে শুরু করেছে।
#WATCH | West Bengal: Water from the sea enters residential areas along New Digha Sea Beach in East Midnapore.
Very Severe Cyclonic Storm Yaas centred about 50 km South-Southeast of Balasore (Odisha). Landfall process has commenced around 9 am, says IMD. #CycloneYaas pic.twitter.com/8m667Py8Ec
— ANI (@ANI) May 26, 2021
উত্তর ২৪ পরগনার টাকী, বসিরহাটের খুব করুণ অবস্থা। প্রবল জলোচ্ছ্বাসে অনেক গ্রাম ভেসে গেছে। একই অবস্থা হুগলি জেলাতেও। সেখানেও প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে। অনেকে আশ্রয়হীন হয়ে পড়েছেন যশ-এর দাপটে। প্রশাসন ও স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনগুলো ক্ষতিগ্রস্তদের পাশে এসে দাঁড়িয়েছে। পূর্ব মেদিনীপুরের কোলাঘাট সংলগ্ন এলাকাও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।
বাঁধ ভেঙে এলাকা প্লাবিত হয়ে গেছে বাগনান, ওরফুলি, দেউলটি ও সামতাবেড় এলাকা। প্লাবিত কিংবদন্তি কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সামতাবেড়ের বাড়িও। প্লাবনের জেরে এলাকাবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।