Vaccine
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: এবার খোলা বাজারে পাওয়া যাবে Covishield এবং Covaxin। খোলা বাজারে বিক্রিতে চূড়ান্ত অনুমোদন দিয়েছে ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া (DCGI)।

তবে এখনই সাধারণ ওষুধের দোকানে মিলবে না ভ্যাকসিন। হাসপাতাল ও ক্লিনিক থেকে সাধারণ মানুষ কিনে নিতে পারবেন ভ্যাকসিন। তবে রয়েছে বেশ কিছু শর্তও। এইসব শর্তসাপেক্ষে দেশজ দুই ভ্যাকসিনকে বাজারে বিক্রি করা যাবে। এজন্য ইতিমধ্যেই প্রাথমিক অনুমোদন দিয়েছে কেন্দ্রের বিশেষজ্ঞ কমিটি। সেই অনুমোদনপত্র DCGI-এর কাছে পাঠানো হয়। এরপরই খোলা বাজারে বিক্রির চূড়ান্ত অনুমতি দেয় DCGI।

ভ্যাকসিনের দাম নিয়েও চলছে চূড়ান্ত পর্যায়ের আলোচনা। এই বিষয়ে National Pharmaceutical Pricing Authority (NPPA) ইতিমধ্যেই কাজ শুরু করেছে। সাধারণ মধ্যবিত্তের আয়ত্তের মধ্যে Covid-19 vaccines-এর দাম রাখার বিষয়ে একমত কেন্দ্র। সংবাদ সংস্থা সূত্রে খবর, খোলা বাজারে vaccine-এর দাম হতে পারে ২৭৫ টাকা। এছাড়া ডোজ প্রতি অতিরিক্ত সার্ভিস চার্জ হতে পারে ১৫০ টাকা। অর্থাৎ মোটামুটি ৪২৫ টাকায় মিলবে কোভিশিল্ডের প্রতিটি ডোজ।

Share it