Sandhya Mukhopadhyay
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: অসুস্থ কিংবদন্তি সঙ্গীতশিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়। তাঁকে SSKM হাসপাতালে ভর্তি করা হয়েছে। সূত্রের খবর, তাঁর ফুসফুসে সংক্রমণ রয়েছে। বুধবার সন্ধ্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন শিল্পী। দু’দিন আগেই কেন্দ্রের ‘পদ্ম সম্মান’ প্রত্যাখ্যান করেছিলেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়।

সূত্রের খবর, বুধবার সন্ধ্যায় সন্ধ্যা মুখোপাধ্যায়কে ফোন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে কিছুসময় কথা হয় মুখ্যমন্ত্রীর। এর পর শিল্পীর মেয়েকে ফোন করে তাঁর খবরাখবর নেন। চিকিৎসা সংক্রান্ত যে কোনও প্রয়োজনে রাজ্য সরকার সাহায্য করবে বলে আশ্বাস দেন মমতা বন্দ্যোপাধ্যায়।

পরিবার সূত্রে জানা গেছে, বুধবার রাতে শৌচাগারে পড়ে গিয়ে চোট পান শিল্পী। এর পর বেশ অসুস্থ হয়ে পড়েন। আগে থেকেই শ্বাসকষ্টজনিত সমস্যা ছিল। তাঁর দু’টি ফুসফুসেই সংক্রমণ রয়েছে। সঙ্গে অল্প জ্বরও ছিল। বৃহস্পতিবার দুপুরে তাঁকে তড়িঘড়ি গ্রিন করিডোর করে SSKM হাসপাতালে নিয়ে আসা হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে উদ্যোগ নিয়ে তড়িঘড়ি মেডিক্যাল টিম গঠন করেন।

Share it