Share it

উহানের ল্যাবরেটরি থেকেই নভেল করোনাভাইরাস ছড়িয়েছে। প্রথম থেকেই এই দাবি করে আসছে আমেরিকা সহ বেশ কয়েকটি দেশ। যদিও WHO এই অভিযোগকে পাত্তা না দিয়ে চিনের পাশেই দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে চিনের বিরুদ্ধেই মুখ খুলেছেন সেদেশের এক মহিলা ভাইরোলজিস্ট।

একটি ভিডিও বার্তায় চিনের মহিলা ভাইরোলজিস্ট লি মেঙ্গ ইয়ান দাবি করেছেন, তাঁর কাছে প্রমাণ রয়েছে, এই ভাইরাস কোনও পশু বাজার থেকে ছড়ায়নি, এটি চিনের উহান ল্যাব থেকেই ছড়িয়েছে। ভাইরাসটি ল্যাবরেটরিতেই তৈরি করা হয়েছিল। একসময় ইয়ান হং কং-এর স্কুল অব পাবলিক হেল্থের একজন বিজ্ঞানী হিসেবে কাজ করতেন। বর্তমানে তিনি আমেরিকায় আশ্রয় নিয়েছেন বলে জানিয়েছেন। অজ্ঞাতবাস থেকে একটি ব্রিটিশ চ্যানেলকে ভিডিওতে লি মেঙ্গ ইয়ান জানিয়েছেন, তাঁর ওপর প্রাণনাশের হুমকি থাকায় তিনি বাধ্য হয়েছেন দেশ ছেড়ে পালিয়ে আসতে।

জীবাণু গবেষক ইয়ানের দাবি, উহানের যে ল্যাব থেকে করোনা ভাইরাস ছড়িয়েছে, সেটি চিন সরকারের নিয়ন্ত্রণে ছিল। প্রথমে এই রোগ নিয়ে গবেষণাকারীদের মধ্যে একজন ছিলেন ইয়ান। কিন্তু যখন আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করে তখন তাঁকে চাপ দিয়ে মুখ বন্ধ রাখতে বলা হয়। এমনকী তাঁকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছিল বলে ইয়ানে অভিযোগ। জোরালো দাবি করে ইয়ান জানিয়েছেন, তাঁর কাছে সমস্ত প্রমাণ আছে, কীভাবে ল্যাবে এই ভাইরাস বানানো হয়েছিল।

Share it