নিউজ ওয়েভ ইন্ডিয়া: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার গঙ্গাসাগর মেলার প্রস্তুতি নিয়ে একটি বৈঠক করেন। বৈঠকে তিনি মেলার সময় পুণ্যার্থীদের জন্য বিপুল পরিকল্পনার কথা জানান।
বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, আগামী ৮ থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত গঙ্গাসাগরে মেলা অনুষ্ঠিত হবে। মেলার সময় পুণ্যার্থীদের সুবিধার্থে ২,২৫০টি সরকারি বাস, ২৫০টি বেসরকারি বাস, ৬টি বার্জ এবং এবছর কচুবেড়িয়া থেকে সাগর পর্যন্ত অতিরিক্ত ২০০ বাস থাকবে। প্রতিটি বার্জ ভেসেলে থাকবে লাইফ জ্যাকেট। দরকারে কলকাতায় ১০টা ট্যুরিস্ট বাস রাখা হবে। এছাড়া থাকবে জিপিএস ট্র্যাকিং এবং স্যাটালাইট ট্র্যাকিং।
মেলার সময় পুণ্যার্থীদের স্বাস্থ্য পরিষেবার জন্য ৩০০ বেড, ক্রিটিক্যাল গ্রিন করিডোর, ১০০টি অ্যাম্বুল্যান্স এবং এয়ার অ্যাম্বুল্যান্স থাকবে। বিভিন্ন রাজ্য থেকে আসা মানুষের স্বার্থে বাংলা, হিন্দি, ইংরেজি, ওড়িয়া, মারাঠি, এবং তামিলের মতো বিভিন্ন ভাষায় চালানো হবে পাবলিক অ্যাড্রেস সিস্টেম। থাকবে ওয়াইফাই জোন। ১২, ১৩, এবং ১৪ জানুয়ারি সাগর আরতির ব্যবস্থা থাকবে। থাকছে ই-স্নানের ব্যবস্থা। সেক্ষেত্রে দেশের যে কোনও প্রান্তে পৌঁছে দেওয়া হবে গঙ্গাসাগরের পবিত্র জল।
নিরাপত্তার জন্য পর্যাপ্ত পুলিশের পাশাপাশি ১,১৫০টি সিসিটিভি ক্যামেরা, ২০টি ড্রোন, ৫০টি দমকল ইঞ্জিন এবং ২,৪০০ সিভিল ডিফেন্স কর্মী থাকবেন।
মুখ্যমন্ত্রী ভিআইপিদের পাইলট কার নিয়ে গঙ্গাসাগরে বেশি ভিড় না করার আবেদন জানান। তিনি বলেন, ভিআইপিদের জন্য আলাদা ব্যবস্থা করা হবে।
মুখ্যমন্ত্রী জানান, এই পরিকল্পনাগুলির মাধ্যমে গঙ্গাসাগর মেলাকে আরও সুন্দর ও নিরাপদ করে তোলার চেষ্টা করা হচ্ছে।