Share it

তামিলনাড়ুর কুন্নুরে সেনা হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যু হল চিফ অফ ডেফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াতের। ওই কপ্টার দুর্ঘটনায় তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াতেরও মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

সেনা হেলিকপ্টারটিতে CDS জেনারেল বিপিন রাওয়াতকে নিয়ে ১৪ জন যাত্রী ছিলেন। তাঁদেরর মধ্যে ১৩ জনেরই মৃত্য়ু হয়েছে বলে আগেই জানিয়েছিলেন নীলগিগির কালেক্টর। পরে মৃত্যু খবর জানিয়ে টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বুধবার দুপুর ১২টা ৪০ মিনিট নাগাদ কুন্নুরে নীলগিরি পর্বতের উপর গভীর জঙ্গলে ভেঙে পড়ে সেনার MI-17 হেলিকপ্টারটি। সঙ্গে সঙ্গে তাতে আগুনও ধরে যায়। কপ্টারে থাকা আহত সেনা কর্তাদের উদ্ধার করে তাঁদের হাসপাতালে ভর্তি করা হলেও শেষ রক্ষে হয়নি।

Share it