নিউজ ওয়েভ ইন্ডিয়া: অত্যন্ত সুসময়ের মধ্যে দিয়ে চলছে মহমেডান স্পোর্টিং ক্লাব। স্পনসরশিপ চূড়ান্ত হওয়ার পর এবার ক্লাবে এসে গেলেন চতুর্থ বিদেশি ফুটবলারও। মন্টেনিগ্রোর ফুটবলার আন্দেলো রুডোভিচ যোগ দিলেন ১৩৪ বছরের ঐতিহাসিক ক্লাব মহমেডানে।
সোমবার দুপুর ২টো নাগাদ দমদম বিমানবন্দরে এসে পৌঁছন রুডোভিচ। তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন ক্লাবের ফুটবল সচিব দানেশ ইকবাল। ছিলেন দীপেন্দু বিশ্বাস ও অ্যাসিস্ট্যান্ট গ্রাউন্ড সেক্রেটারি বিলাল খান। ক্লাবের তরফে ফুলের তোড়া ও জার্সি তুলে দেওয়া হয় রুডোভিচের হাতে।
২৫ বছরের এই মিডফিল্ডার ফুটবলের মধ্যেই আছেন। দেশের মাটিতে সদ্য ম্যাচ খেলেছেন তিনি। ফলে ম্যাচ ফিট রয়েছেন এই ফুটবলার। তাই তাঁকে নিয়ে আশাবাদী ক্লাব কর্তারা সকলেই।
আন্দেলো রুডোভিচ নিজেও জানিয়েছেন, মহমেডানে খেলার সুযোগ পেয়ে তিনি অত্যন্ত গর্বিত ও আনন্দিত। দলের প্রয়োজনে তিনি নিজের সেরাটুকু দিতে প্রস্তুত।
৮ ডিসেম্বর IFA শিল্ড খেলতে নামছে মহমেডান স্পোর্টিং ক্লাব। শিল্ডের জন্য এদিন চূড়ান্ত স্কোয়াডও ঘোষণা করা হয়। এরপরেই শুরু হবে I League-এর প্রস্তুতি। মার্কাস, শাহিন, নিকোলার পাশাপাশি এই চতুর্থ বিদেশি কতটা মানিয়ে নিতে পারেন সেটাই এখন দেখার।