Amit Shah at RS
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: ‘ভুল বোঝাবুঝির কারণেই গুলি চলেচিল।’ লোকসভায় বক্তব্য রাখতে গিয়ে একথা বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেইসঙ্গে তিনি শোক প্রকাশ বলেন, নাগাল্যান্ডে সেনা এবং অসম রাইফেলসের গুলিতে ১৪ জন গ্রামবাসীর মৃত্যুর ঘটনা ‘গভীর দুঃখজনক’। সোমবার বিবৃতিতে অমিত শাহ বলেন, “এই ঘটনায় বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করা হচ্ছে। পূর্ণাঙ্গ তদন্ত হবে।”


নাগাল্যান্ড ইস্যুতে সোমবার সকাল থেকেই উত্তপ্ত হয়ে ওঠে সংসদ। বিরোধীরা বিষয়টি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিবৃতি দাবি করেন। নাগাল্যান্ডকাণ্ড নিয়ে কথা বলতে গিয়ে কার্যত সাফাইয়ের সুর শোনা যায় শাহের গলায়। লোকসভায় বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ভুল বোঝাবুঝির কারণেই গুলি চলেছিল।’ তাঁর আরও সংযোজন, ‘নির্দিষ্ট গোয়েন্দা তথ্য পেয়ে অভিযান চালায় সেনা। সেনা কনভয় লক্ষ্য করেও গুলি চলেছিল। আত্মরক্ষায় সেনার গুলিতে নিহত হন পাঁচ গ্রামবাসী। এর পুনরাবৃত্তি এড়াতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’

বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলেও সোমবার সংসদে জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, “দ্রুত গতিতে গাড়ি নিয়ে যাওয়াতেই সন্দেহ হয় জওয়ানদের। ভুলবশত গুলি চলে। সেনাবাহিনী বুঝতে পারেনি গাড়িতে স্থানীয় বাসিন্দারা ছিলেন।” সেই ঘটনায় গাড়িতে থাকা আটজন যাত্রীর মধ্যে পাঁচজনের মৃত্যু হয়। আহত হন দু’জন। জওয়ানরাই তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করে।

অমিত শাহ আরও জানান, “এই ঘটনার পরই স্থানীয় বাসিন্দারা সেনা ক্যাম্প ঘেরাও করে। জওয়ানদের ওপর হামলা চালায়। ভাঙচুর চালানো হয় গাড়ি ও ছাউনিতে। নিজেদের সুরক্ষার জন্য সেনা পাল্টা গুলি চালালে ঘটনায় আরও সাত জন গ্রামবাসীর মৃত্যু হয়। এক সেনা কর্মীরও মৃত্যু হয়।”

Share it