CBI arrest
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: CBIকে দেখেই ছুটে পালাল এক অভিযুক্ত। বাবাকে না পেয়ে ছেলেকে আটক করল CBI। আটক করা হয়েছে জামিনে ছাড়া পাওয়া আরও দুই অভিযুক্তকে।

ভোট পরবর্তী হিংসায় প্রাণ হারিয়েছেন বীরভূমের ময়ূরেশ্বর বিধানসভার মল্লারপুর থানার কোট গ্রামের বিজেপির বুথ সভাপতি জাকির হোসেন। ৮ মে তাকে দিনের বেলা প্রচণ্ড মারধর করে দুষ্কৃতীরা। তার হাত পা ভেঙে দেওয়া হয়েছিল। রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে তার চিকিৎসা চলছিল। ১৬ মে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় নিয়ে যাওয়া হচ্ছিল বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে। পথেই তার মৃত্যু হয়। মৃত্যুর আগে অভিযুক্তদের নাম জানিয়ে গিয়েছিলেন তিনি। তাদের মধ্যে কয়েকজন জামিনে ছাড়া পেয়েছেন। কয়েকজন পলাতক।

হাইকোর্টের নির্দেশে CBI মামলা হাতে নেওয়ার পর বেশ কয়েকবার কোট গ্রামে গিয়েছিল। বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করে। এরপর সোমবার সকালে বিশাল পুলিশবাহিনী নিয়ে গ্রামে হাজির হয় CBI-এর বড়সড় দল। তারা ১৩ টি বাড়িতে ঢুকে জিজ্ঞাসাবাদ করে। CBI দলকে গ্রামে ঢুকতে দেখে পালিয়ে জন ফয়েজ কাজী। পুলিশ তার স্ত্রী রিনা বিবিকে জিজ্ঞাসাবাদ করে। এরপর ছেলে আলমগীর কাজীকে আটক করে নিয়ে যায়। এছাড়াও জামিনে থাকা জাহির শেখ এবং বাবলু শেখকে আটক করে নিয়ে যায় CBI।

Share it