নিউজ ওয়েভ ইন্ডিয়া: দুর্গাপুজো বঙ্গবাসীকে ইলিশ উপহার দিচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ থেকে এ রাজ্যে ২০৮০ মেট্রিক টন ইলিশ আসছে শহরে। ধাপে ধাপে ওই ইলিশ এ রাজ্যে আসবে বলে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রক সোমবার একটি বিজ্ঞপ্তি জারি করেছে জানিয়েছে। ঢাকার সচিবালয় সূত্রে জানা গেছে, আগামী ১০ অক্টোবর পর্যন্ত ইলিশ রফতানি করা হবে পশ্চিমবঙ্গে।
বাংলাদেশের বাণিজ্য মন্ত্রকের তরফে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আসন্ন দুর্গাপুজো উপলক্ষে ভারতে এই ইলিশ রফতানির অনুমতি দেওয়া হয়েছে। মঙ্গলবার এবং বুধবার থেকে ওই ইলিশ মিলতে পারে কলকাতার বাজারে। ধাপে ধাপে ওই ইলিশ সীমান্ত পেরিয়ে এ রাজ্যে এসে পৌঁছবে ইলিশের ট্রাক। এজন্য ৫২টি বাণিজ্যিক সংস্থা ৪০ মেট্রিক টন করে ইলিশ রফতানির অনুমোদন দেওয়া হয়েছে।
বাংলাদেশ থেকে পদ্মার ইলিশ বিপুল পরিমাণে এ রাজ্যে আসার খবরে স্বাভাবিকভাবেই খুশি বাঙালি। গত বছর প্রায় ৫০০ টন ইলিশ এসেছিল। তবে এবারে বিগত বছরগুলিকে ছাপিয়ে গেল ইলিশ আমদানির পরিমাণ।