নিউজ ওয়েভ ইন্ডিয়া: দিলীপ ঘোষের জায়গায় BJP-এর নতুন রাজ্য সভাপতি হলেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। সোমবার BJP-এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক অরুণ সিং বিবৃতি প্রকাশ করে এই খবর জানিয়েছেন। BJP-এর সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার নির্দেশেই এই রদবদল।
রাজ্য সভাপতি হিসাবে দিলীপ ঘোষের মেয়াদ শেষ হওয়ার কথা ২০২৩ সালের জানুয়ারি মাসে। তাঁর জায়গায় ওই পদে কে আসবেন তা নিয়ে দলের মধ্যে আলোচনা চলছিল। দিলীপ ঘোষের কাছে কয়েকটি নাম চেয়ে পাঠিয়েছিলেন JP নাড্ডা। তবে ওই সময়সীমার এতটা আগেই তাঁকে কেন সরিয়ে দেওয়া হল তা নিয়ে ধোঁয়াশা রয়েছে দলের অভ্যন্তরে। বিদায়ী রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এদিন সোশ্যাল মিডিয়ায় সুকান্ত মজুমদারকে অভিনন্দন ও স্বাগত জানিয়েছেন।