Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া : হাওড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী আশীর্বাদ নিতে সরাসরি পৌঁছে গেলেন রাজ্যের মন্ত্রী অরূপ রায়ের বাড়ি। যদিও দুজনের দেখা হয়নি। তবে বিজেপি প্রার্থী জানিয়েছেন রাজনৈতিক মতপার্থক্য থাকলেও সৌজন্যের কারণে দেখা করতে গিয়েছিলেন তিনি।

শনিবার সকালে হাওড়া পৌরনিগমের ২৬ নম্বর ওয়ার্ডের কাসুন্দিয়া রোডে নির্বাচনী প্রচার করছিলেন হাওড়া সদর কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা হাওড়া পৌরনিগমের প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তী। তার হুডখোলা জিপ যখন ষষ্ঠিতলায় পৌঁছায় তখন তিনি গাড়ি থেকে নেমে সরাসরি রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের মন্ত্রী অরূপ রায়ের বাড়িতে ঢুকে পড়েন। সেই সময় অবশ্য মন্ত্রী নিজের অফিসে ছিলেন না। বাড়িতে নিজের ঘরে বেরোনোর জন্য তৈরি হচ্ছিলেন। ফলে অরূপ রায় সঙ্গে তাঁর দেখা হয়নি।

রথীনবাবুর কথায়, “অরূপ রায় এই এলাকার পুরনো বাসিন্দা। ২৬ নম্বর ওয়ার্ডে প্রচারের সময় মন্ত্রীর বাড়িতে যাই, যদিও তাঁর সঙ্গে দেখা হয়নি। তাড়া থাকায় বাড়ির লোকেদেরই তাঁর প্রতি শ্রদ্ধার কথা জানিয়ে এসেছি। সৌজন্যবোধের রাজনীতিতে বিশ্বাস করি তাই অগ্রজ অরূপদার আশীর্বাদ চাই।“
এপ্রসঙ্গে মন্ত্রী অরূপ রায় বলেন, “ব্যস্ততার কারণে প্রার্থীর সঙ্গে দেখা হয়নি তবে পশ্চিমবঙ্গের রাজনীতিতে সৌজন্যবোধ ছিল, আছে এবং থাকবে। আমিও সৌজন্যবোধে বিশ্বাস করি। প্রার্থীর প্রতি আশীর্বাদ রইল।“

Share it