Share it

রুনা খামারু : আলিপুর চিড়িয়াখানা পেল এক ঝাঁক নতুন সদস্য। বিশাখাপত্তনমের ইন্দিরা গান্ধী জ়ুলজিক্যাল পার্ক ও কলকাতার আলিপুর চিড়িয়াখানার মধ্যে বৃহস্পতিবার সফলভাবে সম্পন্ন হয় বন্যপ্রাণীর আদানপ্রদান। এদিন আলিপুর চিড়িয়াখানায় নিয়ে আসা হয় একটি সাদা বেঙ্গল টাইগার, এক জোড়া রিং টেইলড লেমুর, গ্রে উলভস, স্ট্রাইপড হায়েনা, ব্ল্যাক সোয়ান, পাঁচটি বন্য কুকুর ও তিনটি হগ ডিয়ার। পরে এক জোড়া স্লথ ভাল্লুকও নিয়ে আসা হবে বলে জানিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।

আর এসবের বিনিময়ে আলিপুর চিড়িয়াখানা থেকে বিশাখাপত্তনমের ইন্দিরা গান্ধী জুলজিক্যাল পার্ক-কে প্রদান করা হয়েছে এক জোড়া নর্দার্ন জিরাফ, এক জোড়া স্কারলেন ম্যাকাও ও দুই জোড়া ওয়াটার মনিটর লিজ়ার্ড।

বিশাখাপত্তনম থেকে ছয়টি শীতাতপ নিয়ন্ত্রিত অ্যানিম্যাল অ্যাম্বুলেন্সে করে কলকাতায় নিয়ে আসা হয় প্রাণীগুলি। আর কলকাতা থেকে জিরাফগুলি নিয়ে যাওয়া হয় বিশেষভাবে ডিজ়াইন করা লো বেডের ট্রেলারে করে। সবকটি প্রাণীই সুস্থ ও সবল রয়েছে এবং প্রাণীগুলি ইতিমধ্যেই দর্শকদের জন্য এনক্লোজ়ারে ছেড়েও দেওয়া হয়েছে।

Share it