Draupadi Murmu, President of India
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: রাইসিনা হিলসে ময়ূরভঞ্জের মেয়ে দ্রৌপদী মুর্মু। দেশের প্রথম আদিবাসী রাষ্ট্রপতি। বৃহস্পতিবার সংসদে ছিল ভোটগণনা। কিন্তু, গণনা শেষ হওয়ার আগেই প্রয়োজনীয় ভোটমূল্য পেয়ে যান দ্রৌপদী। গণনা শেষে দেখা যায়, রাষ্ট্রপতি নির্বাচন ৬৪ শতাংশ ভোট পেয়েছেন তিনি।


রাষ্ট্রপতি হিসাবে জয়ের জন্য প্রয়োজনীয় ভোটমূল্য ছিল ৫,৪০,৯৯৬। কিন্তু, রাউন্ডের গণনার পরেই দ্রৌপদী মুর্মু সেই অঙ্ক টপকে পেয়ে যান ৫,৭৭,৭৭৭ মূল্যের ভোট। সেই সময় বিরোধী জোটের প্রার্থী যশবন্ত সিন্‌হার প্রাপ্তি ছিল ২,৬১,০৬২ মূল্যের ভোট। তখনও বাকি আটটি রাজ্য এবং আটটি কেন্দ্রশাসিত অঞ্চলের ভোট গণনা। সব রাউন্ডের গণনার শেষে দ্রৌপদী পান ৬,৭৩,৮০৩ মূল্যের ভোট। যশবন্তের প্রাপ্তি ৩,৮০,১৭৭ মূল্যের ভোট। রিটার্নিং অফিসার পিসি মোদী জানিয়েছেন, দ্রৌপদী মুর্মুর প্রাপ্ত ভোট ৬৪ শতাংশ। অন্য দিকে, যশবন্ত পেয়েছেন ৩৪ শতাংশ ভোট।


প্রথমে গোনা হয় সাংসদদের ভোট। তাতে দেখা যায় ১৫ জন সাংসদের ভোট বাতিল হয়েছে। প্রথম রাউন্ডে সাংসদদের ভোটগণনা শেষে দ্রৌপদীর পক্ষে পড়ে ৫৪০ জন সাংসদের ভোট। প্রতিদ্বন্দ্বী যশবন্ত পান ২২৮টি। এর পরে আরও ১০ রাজ্যের ভোট গণনার পরে ব্যবধান আরও বাড়িয়ে নেন দ্রৌপদী।

দলগত ভাবে বিজেপি এবং শরিক দলগুলি ছাড়াও অনেক দলই দ্রৌপদীকে সমর্থনের কথা জানিয়েছিলেন। হিসাব থেকে দেখা যায় যে সব দল সমর্থন দেবে না জানিয়েছিল তাদেরও ১৭ সাংসদের ভোট পেয়ে যান দ্রৌপদী। আগামী ২৪ জুলাই শেষ হচ্ছে বর্তমান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের মেয়াদ। এর পরে শপথ নেবেন দ্রৌপদী।

Share it