নিউজ ওয়েভ ইন্ডিয়া: দ্বিতীয়বার ময়নাতদন্তের জন্য কবর থেকে বের করা হল আনিসের দেহ। সোমবার সকালে সিটের সদস্যরা তাঁর আমতার বাড়িতে যান। তিন সদস্যের এই দলে ছিলেন হাওড়ার BMOH। তাঁরা প্রথমে আনিসের বাবার সঙ্গে কথা বলেন। তার পর শুরু হয় দেহ কবর থেকে তোলার প্রস্তুতি।
পরিবারের উপস্থিতিতে কবর খুঁড়ে বের করা হয় ছাত্র নেতার আনিস খানের দেহ। বডি বের করার প্রক্রিয়া শুরু হওয়ার পরেই মাঝপথে জটিলতার সৃষ্টি হয়। হঠাৎই আনিসের বাবা ও পরিবারের লোকজন দাবি করেন, ডিস্ট্রিক্ট জাজকে আসতে হবে ঘটনাস্থলে। ময়নাতদন্তের (Postmortem) জন্য দেহ SSKM Hospital-এ নিয়ে যাওয়ার কথা রয়েছে। সূত্রের খবর, SSKM-এ এগজিকিউটিভ ম্যাজিস্ট্রটের উপস্থিতিতে হবে ময়নাতদন্ত। হাসপাতালে থাকবেন ডিস্ট্রিক্ট জাজও।
এর আগে দেহ তোলাকে ঘিরে শুক্রবার ভোররাতে উত্তপ্ত হয়ে ওঠে আমতা। রাত তিনটে নাগাদ আনিসের দেহ কবর থেকে তুলতে পৌঁছেছিল পুলিশ। উপস্থিত ছিলেন SIT এর সদস্য সহ পুলিশের শীর্ষস্থানীয় অফিসাররা। তাঁদের দেহ তোলার কাজে বাধা দেয় গ্রামবাসীরা। বচসা শুরু হয় দুই পক্ষের মধ্যে। অবশেষে ফিরে যেতে বাধ্য হয় পুলিশ।