নিউজ ওয়েভ ইন্ডিয়া: বনধ প্রত্যাহারের টানাপোড়েন ঘিরে ফের রাজ্য রাজনীতিতে শুভেন্দু-সুকান্ত দ্বন্দ্ব সামনে চলে এল। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বনধ সমর্থনকারীদের প্রত্যাহারের আবেদন জানালেও রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার স্পষ্ট জানিয়ে দিলেন তা এখন আর সম্ভব নয়। এই পরিস্থিতিকে ঘিরে ফের বিজেপির অন্তর্কলহ আরও একবার প্রকট হল।
পুরভোটে শাসকদলের অরাজকতার প্রতিবাদে রবিবার সন্ধ্যায় আচমকাই সোমবার ১২ ঘণ্টার বনধের ডাক দিয়েছিল রাজ্য বিজেপি। সকাল থেকে বনধ সমর্থনকারীরা রাজ্যের বিভিন্ন জায়গায় অবরোধ গড়ে তোলে। তবে বেলা গড়াতে না গড়াতেই বন্ধ প্রত্যাহারের জন্য দলীয় নেতৃত্বকে অনুরোধ জানান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
নন্দীগ্রামের টেঙ্গুয়ায় এসে শুভেন্দু বলেন, “হঠাত্ করে ডাকা বন্ধে অনেকের অসুবিধা হচ্ছে। ধর্মঘটিদের অনুরোধ করব বেলা ১২টায় ধর্মঘট প্রত্যাহার করে নিতে। প্রেসিডেন্ট ঘোষণা করে দেবেন। আপনারা অবরোধ প্রত্যাহার করে নিন।”
বিরোধী দলনেতার এই আহ্বানকে ঘিরেই শুরু হয়ে যায় তরজা। রাজ্য বিজেপি-র সভাপতি সুকান্ত মজুমদার একটি সংবাদ মাধ্যমকে টেলিফোনে বলেন, “উনি এমন কোনও কথা আমাকে বলেননি। বলেছেন সংবাদমাধ্যমে। আমাকে যদি তেমন কোনও আর্জি জানাতেন, তা হলে আলোচনা হত। তবে এখন বন্ধ প্রত্যাহার করা সম্ভব নয়।”