Kabul Beaten
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: কাবুলে পাকিস্তান ও ISI বিরোধী মিছিলের খবর করায় অমানুষিক অত্যাচারের শিকার দুই সাংবাদিক। তাঁদের আটক করে তালিবান বেধড়ক মারধর করেছে বলে অভিযোগ। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সেই অত্যাচারের একটি ছবি ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে দুই সাংবাদিকের পশ্চাৎমুখী হয়ে দাঁড়িয়ে। তাঁদের পিঠ ও নিম্নাঙ্গে রক্ত জমাট বেঁধে রয়েছে।


পশ্চিমী দুনিয়ার সংবাদমাধ্যমের দাবি, আফগানদের একাংশের মধ্যে ভয় ঢুকিয়ে দিতে চাইছে তালিবান। ভবিষ্যতে যাতে প্রাণের ভয়ে তালিবানের বিরুদ্ধে কেউ আওয়াজ না তোলে। আর তাহলে এই একই শাস্তি অপেক্ষা করে রয়েছে তাঁদের জন্যেও।


মঙ্গলবার সকালে কাবুলের রাস্তায় ‘পাকিস্তান দূর হটো’, ‘ISI দূর হটো’ স্লোগান দিতে দিতে মিছিল করে আফগান পুরুষ ও মহিলারা। বিক্ষোভকারীদের হাতে ছিল আফগানিস্তানের পতাকা। একটি ভিডিয়োতে এক আফগান মহিলাকে বলতে শোনা যায়, “পাকিস্তান বা তালিবান, পঞ্জশির দখল করার অধিকার কারও নেই। আমরা প্রতিবাদ চালিয়ে যাব। আমাদের স্বাধীনতা দিতেই হবে।”


মিছিল ছত্রভঙ্গ করতে তালিবানরা গুলি চালায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। আন্দোলনকারীদের একাংশের দাবি, গুলির আঘাতে বেশ কয়েক জন হতাহত হন। এই বিক্ষোভের খবর সংগ্রহকারী সাংবাদিকদের মধ্যে ছিলেন ওই দুজনও। অনেককেই আটক করে তালিবানরা। অকথ্য শারীরিক অত্যাচার করা হয় তাঁদের। সেই অত্যাচারের ছবিই এবার সামনে এসেছে।

Share it