নিউজ ওয়েভ ইন্ডিয়া: কাবুলে পাকিস্তান ও ISI বিরোধী মিছিলের খবর করায় অমানুষিক অত্যাচারের শিকার দুই সাংবাদিক। তাঁদের আটক করে তালিবান বেধড়ক মারধর করেছে বলে অভিযোগ। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সেই অত্যাচারের একটি ছবি ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে দুই সাংবাদিকের পশ্চাৎমুখী হয়ে দাঁড়িয়ে। তাঁদের পিঠ ও নিম্নাঙ্গে রক্ত জমাট বেঁধে রয়েছে।
The #Taliban has arrested and badly beaten two journalists from @Etilaatroz . They journalists were covering demonstration in #Kabul. #Taliban_has_not_changed pic.twitter.com/gGZgWeXSFa
— Abdul Farid Ahmad (@FaridAhmad1919) September 8, 2021
পশ্চিমী দুনিয়ার সংবাদমাধ্যমের দাবি, আফগানদের একাংশের মধ্যে ভয় ঢুকিয়ে দিতে চাইছে তালিবান। ভবিষ্যতে যাতে প্রাণের ভয়ে তালিবানের বিরুদ্ধে কেউ আওয়াজ না তোলে। আর তাহলে এই একই শাস্তি অপেক্ষা করে রয়েছে তাঁদের জন্যেও।
Imagine how much this Afghan journalist has been beaten by the Taliban terrorists. This is what Pakistan/Taliban want to achieve in Afghanistan. They want to normalise terror and violence against women, artists, journalists and musicians. No civil rights. pic.twitter.com/3vgJYaqfvd
— Aditya Raj Kaul (@AdityaRajKaul) September 8, 2021
মঙ্গলবার সকালে কাবুলের রাস্তায় ‘পাকিস্তান দূর হটো’, ‘ISI দূর হটো’ স্লোগান দিতে দিতে মিছিল করে আফগান পুরুষ ও মহিলারা। বিক্ষোভকারীদের হাতে ছিল আফগানিস্তানের পতাকা। একটি ভিডিয়োতে এক আফগান মহিলাকে বলতে শোনা যায়, “পাকিস্তান বা তালিবান, পঞ্জশির দখল করার অধিকার কারও নেই। আমরা প্রতিবাদ চালিয়ে যাব। আমাদের স্বাধীনতা দিতেই হবে।”
Breathtaking bravery, 2021’s Afghan women are protesting the Taliban regime on the day an all-male Gov’t is appointed…Women are standing their ground!
Their message: We aren’t the same women of 20 year ago; we WON’T be silently sent back to the dark ages. pic.twitter.com/MYk0nQk8Vh— Rula Jebreal (@rulajebreal) September 7, 2021
মিছিল ছত্রভঙ্গ করতে তালিবানরা গুলি চালায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। আন্দোলনকারীদের একাংশের দাবি, গুলির আঘাতে বেশ কয়েক জন হতাহত হন। এই বিক্ষোভের খবর সংগ্রহকারী সাংবাদিকদের মধ্যে ছিলেন ওই দুজনও। অনেককেই আটক করে তালিবানরা। অকথ্য শারীরিক অত্যাচার করা হয় তাঁদের। সেই অত্যাচারের ছবিই এবার সামনে এসেছে।