Sourav Ganguly
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: আর জল্পনা নয়। এবার বড় পর্দায় দেখা যাবে প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের biopic। বৃহস্পতিবার টুইট করে সেই কথা নিজেই জানিয়েছেন মহারাজ। তিনি জানিয়েছেন, ছবিটি প্রযোজনা করবে এলইউভি ফিল্মস।


বৃহস্পতিবার সৌরভ টুইট করে লেখেন, ‘ক্রিকেট আমার জীবন। আমাকে আত্মবিশ্বাস যুগিয়েছে, মাথা উঁচু করে এগিয়ে যাওয়ার ক্ষমতা দিয়েছে। এই যাত্রার স্বাদ আনন্দের। সেই যাত্রা নিয়ে ছবি করবে এলইউভি। বড় স্ক্রিনে দেখানো হবে আমার জীবনের যাত্রাপথ।’

জীবনচিত্র তৈরি হচ্ছে এটা জানালেও, তাঁর চরিত্রে কে অভিনয় করবেন তা এখনও স্পষ্ট নয়। তবে বেশ কিছুদিন আগে প্রাক্তন অধিনায়ক একবার জানিয়েছিলেন, নিজের চরিত্রে রনবীর কপূরকে দেখতে চান তিনি।

Share it