Afghan Woman Football Team
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: তালিবানের ভয়ে পাকিস্তানে আশ্রয় নিলেন আফগানিস্তানের মহিলা ফুটবল টিমের সদস্যরা। মঙ্গলবার তারা পাক-আফগান বর্ডার টোর্কহামে পৌঁছেছেন। পাকিস্তানের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরি একথা জানিয়েছেন। একটি টুইটে তিনি বলেন, পাকিস্তান ফুটবল দলের প্রতিনিধিরা মহিলা আফগান দলের সদস্যদের অভ্যর্থনা জানিয়েছেন।

তবে আফগান মহিলা ফুটবল দল সম্পর্কে বেশিকিছু বলতে চাননি পাক মন্ত্রী। কতজন মহিলা সদস্য পাকিস্তানে প্রবেশ করেছেন সে সম্পর্কেও বেশি কিছু বলতে চাননি ফাওয়াদ চৌধুরি।

তালিবানের আতঙ্কে ১৫ অগাস্ট থেকেই দেশ ছাড়তে শুরু করেছিলেন সাধারণ আফগান নাগরিকরা। দেশ ছেড়েছেন অনেক বিশিষ্ট ব্যক্তি। ১৫ অগাস্ট গভীর রাতেই দেশ ছেড়ে আমেরিকায় আশ্রয় নেন প্রাক্তন প্রেসিডেন আশরাফ গনি।

Share it