Sputnik Light
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: অবশেষে রাশিয়ার Sputnik Light সিঙ্গল ডোজ ভ্যাকসিনকে তৃতীয় পর্বের ট্রায়ালের ছাড়পত্র দিল ভারত। ভারতীয় নাগরিকদের উপর এই ট্রায়াল সম্পন্ন করার সিদ্ধান্তে সিলমোহর দিয়েছে ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া DCGI।


DCGI জানিয়েছে, Sputnik Light টিকায় Sputnik-V ভ্যাকসিনের সমস্ত উপদানগুলিই রয়েছে। ফলে যেহেতু ইতিমধ্যেই ভারতে Sputnik-V-এর প্রয়োগ চলছে, তাই নতুন এই টিকাকেও ছাড়পত্র দিতে কোনও সমস্যা নেই। সাম্প্রতিক একটি গবেষণা রিপোর্ট জানাচ্ছে, Sputnik Light-এর সিঙ্গল ডোজের টিকা করোনার বিরুদ্ধে লড়াইয়ে ৭৮.৬ থেকে ৮৩.৭ শতাংশ কার্যকরী। যা Sputnik-V-এর ডবল ডোজ ভ্যাকসিনের চেয়েও বেশি।

Covishield-এর পর এবার রাশিয়ার Sputnik-V টিকাও তৈরি করবে পুনের সেরাম ইনস্টিটিউট। সেপ্টেম্বর থেকেই এই উৎপাদনের কাজ শুরু করার কথা রয়েছে সংস্থার। এখন দেশে হায়দরাবাদের ড.‌ রেড্ডিজ–এর গবেষণাগারেই শুধু তৈরি হচ্ছে Sputnik-V। এই মুহূর্তে দেশের ৫০টি শহরে Sputnik-V টিকা সরবরাহ করছে ড. রেড্ডিজ।

Share it