Juan Ferrando
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: বুধবার এফসি গোয়ার বিরুদ্ধে ম্যাচ খেলতে নামছে ATK Mohun Bagan। এবছর ISL-এ এটাই তাদের শেষ ম্যাচ। তার আগে প্রথমবার সাংবাদিক বৈঠকে এলেন সবুজ-মেরুনের নতুন কোচ জুয়ান ফেরান্দো।

ATKMB-তে কোচ হয়ে কেমন লাগছে জানতে চাওয়া হলে জুয়ান বলেন, “আমি এমন একটা সময়ে এই ক্লাবে যোগ দিয়েছি, যখন তারা টালমাটাল অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছিল। আমি সেখান থেকে জয়ের রাস্তায় নিয়ে এসেছি দলকে। আগামিদিনে প্লেয়ারদের এবং দল হিসেবে ATK Mohun Bagan-কে এগিয়ে নিয়ে যাওয়াই আমার মূল লক্ষ্য।”

নিজের দলের স্কোয়াড সম্পর্কেও উচ্ছ্বসিত বার্সেলোনার প্রাক্তন কোচ। তিনি বলেন, “আমার দলের প্রতিটা প্লেয়ারই দারুন কোয়ালিটির। আমার কাজ হলো ফুটবলারদের বোঝানো যে, ফুটবল শুধু কোয়ালিটি দিয়ে হয় না, টিম হিসেবে খেলাটাই আসল। প্রতিদিনই আমাদের উন্নতি করতে হবে। পরিকল্পনা মাফিক খেলতে হবে প্রতিটা ফুটবলারকে।”

তবে তাঁর পছন্দের আক্রমণ নির্ভর খেলাই যে চালিয়ে যাবেন জুয়ান, তা এদিন স্পষ্ট করে দিয়েছেন সাংবাদিক বৈঠকে। তিনি বলেন, “দলের প্রতিটি ফুটবলারকে আক্রমণে অংশ নিতে হবে। আশা করি তারা তাড়াতাড়ি বিষয়টাকে বুঝে নেবেন।”

Share it