নিউজ ওয়েভ ইন্ডিয়া: অবশেষে ম্যানুয়েল ডিয়াজ়ের সঙ্গে বিচ্ছেদ হল SC East bengal-এর। কোচিং টিম নিয়ে স্পেনে ফিরছেন ডিয়াজ়। যদিও সরকারিভাবে এই ঘোষণা এখনও করা হয়নি দলের তরফে। তবে দলীয় সূত্র নিশ্চিত করেছে এই খবর।
Coach Jose Manuel Diaz has parted ways with SC East Bengal#Indianfootball #ISL #SCEB
— Marcus Mergulhao (@MarcusMergulhao) December 28, 2021
গত কয়েকদিন ধরেই স্প্যানিশ হেড কোচের সঙ্গে কথাবার্তা চালাচ্ছিলেন শ্রী সিমেন্ট কর্তারা। একইসঙ্গে চলছিল নতুন কোচ বেছে নেওয়ার প্রক্রিয়াও। দীর্ঘ টালবাহানার পর কোচের পদ থেকে অবশেষে সরে যেতে সম্মত হন ডিয়াজ়। শোনা গিয়েছিল, মঙ্গলবারই কোচের পদ থেকে জোস ম্যানুয়েল ডিয়াজ়কে পাকাপাকিভাবে বিদায় করা হবে। মঙ্গলবার সকালেই সেই প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে বলে জানা গেছে।
নতুন কোচ নিযুক্ত না হওয়া পর্যন্ত রেনেডি সিং ও মৃদুল বন্দ্যোপাধ্যায় অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন। আগামী কয়েকদিনের মধ্যেই নতুন কোচেরও নাম ঘোষণা করা হবে ISL-এর বাকি ম্যাচগুলোর জন্য। নতুন কোচ হিসেবে দৌড়ে আছেন মারিও রিভেরা ও সঞ্জয় সেন।