Renedi Singh at Practice
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: জোস ডিয়াজ় বিদায় নেওয়ার পর গত দুদিন ধরে টিমকে অনুশীলন করাচ্ছেন অন্তর্বর্তীকালীন কোচ রেনেডি সিং। বুধবারই SC East Bengal মিডিয়া টিমকে জানিয়েছে তাঁর আগামীদিনের পরিকল্পনার কথা।


“আমরা আগের ম্যাচের পারফরম্যান্স ধরে রাখতে পারলে আগামীদিনে ভালো ফল করতে পারব। ছেলেরা হায়দরাবাদ ম্যাচেই সেটা করে দেখিয়েছে। যেভাবে তারা হায়দরাবাদের বিরুদ্ধে লড়াই করেছে, তা তুলনাহীন। ছেলেদের ধন্যবাদ। আমরা যেভাবে অনুশীলন করছি, তাতে আগামীদিনে ভালো ফল করার বিষয়ে আমি আশাবাদী।”

পরপর কয়েকটা ম্যাচে রেজাল্ট ভালো না হওয়ায়, ছেলেরা একটু মানসিকভাবে ধাক্কা খেয়েছে বলেও স্বীকার করে নেন রেনেডি। তিনি বলেন, “তবে আমরা কয়েকটা ভালো ম্যাচও খেলেছি। জামশেদপুর, হায়দরাবাদের মতো টিমের সঙ্গে আমরা ভালো খেলেছি। ওড়িশার বিরুদ্ধেও আমরা ছয় গোল খেয়ে চার গোল করেছি। সুতরাং আমাদের ইতিবাচক থাকতে হবে। ছেলেদের কঠোর অনুশীলন করতে হবে। আমার আশা, তাহলেই আমরা পরবর্তী ম্যাচগুলোতে ভালো ফল করতে পারব।”

এই মুহূর্তে তিনি টিম হিসেবে গড়ে তোলার প্রক্রিয়া চালাচ্ছেন বলে জানিয়েছেন রেনেডি। বলেন, “আক্রমণ ও ডিফেন্সে ভারসাম্য রাখতে হবে। সমর্থকদের বলব, হতাশ হবেন না। আমাদের সঙ্গে থাকুন।”

Share it