নিউজ ওয়েভ ইন্ডিয়া: চলতি সপ্তাহের শুরুতেই আসন্ন ISL-কে সামনে রেখে প্র্যাকটিস শুরু করে দিয়েছে SC East Bengal। দিন চারেকের প্র্যাকটিস শেষে অনেকটাই আত্মবিশ্বাসী লাল-হলুদ শিবির। হেড কোচ ম্যনুয়েল মানোলো ডিয়াজের তত্ত্বাবধানে পুরদস্তুর গা ঘামাচ্ছেন মার্সেলো, ডার্বি সেভিজরা। এরই মধ্যে দু-দুটি প্র্যাকটিস ম্যাচ খেলতে চাইছে লাল-হলুদ শিবির।
SC East Bengal টিম ম্যানেজমেন্টের তরফে জানানো হয়েছে শুক্র ও শনিবার পরপর দুটি ফ্রেন্ডলি প্র্যাকটিস ম্যাচ খেলবে দল। শুক্রবার প্রথম ম্যাচটি খেলবে Vasco SC-র বিরুদ্ধে। শনিবার দ্বিতীয় ম্যাচটি খেলবে Salgaocar FC।
কোচ ম্যানুয়াল ম্যানোলো ডিয়াজ জানিয়েছেন, গত কয়েকদিনের প্র্যাকটিসে প্লেয়াররা কতটা প্রস্তুত হয়েছে বা কার কতটা প্রস্তুতি আরও দরকার তা বুঝে নিতেই এই দুটি ম্যাচ খেলা জরুরি। তা ছাড়া আমাদের খেলার কৌশলগুলো ফুটবলাররা বুঝতে পারছেন কি না সেটাও আমাদের বুঝে নেওয়া জরুরি। এই দুটি প্র্যাকটিস ম্যাচের পর খামতি গুলো নিয়ে ফের কাটাছেঁড়া শুরু হবে।
ইস্টবেঙ্গল আইএসএল-এ তাদের প্রথম ম্যাচ খেলতে নামছে Jamshedpur FC-র বিরুদ্ধে ২১ নভেম্বর। ফ্রেন্ডলি ম্যাচগুলো শুরু হবে সকাল ৮টায় ডন বস্কো মাঠে।