SCEB_Durga Puja
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: পুজোতে নিজের বাড়ি ছেড়ে গোয়ায় প্রাক ISL মরশুমে অনুশীলনে ডুবে থাকলেও পুজোর আনন্দ এক চুলও মাটি হতে দিতে রাজি নয় লাল-হলুদ ব্রিগেড। গোয়ায় যে হোটেলটিতে তারা রয়েছে সেখানেই মা দুর্গার ছবি টাঙিয়ে পুজোর আনন্দে সামিল হয়েছেন অরিন্দম, শুভ ঘোষরা।


শুধু বাঙালি ফুটবলাররাই নন, পুজোর আনন্দে গা ভাসিয়েছেন বিদেশি ফুটবলাররাও। স্প্যানিশ কোচ মানোলো ডিয়াজ সহ গোটা কোচিং স্টাফও বল দুগ্গা মাইকি জয়ধ্বনি দিয়েছেন হোটেলের সেই পুজোয়। দলের প্রধান গোলকিপার অরিন্দম ভট্টাচার্য নিজেও ভিডিওতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

Share it