Sedoel Practice
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: প্র্যাকটিসে নেমেই নিজের জাত চেনাতে শুরু করে দিয়েছেন ডাচ মিড ফিল্ডার Darren Sidoel। বৃহস্পতিবার সকালে প্র্যাকটিসে চমৎকার একটি গোল করলেন তিনি। এছাড়া বল রিসিভিং, পাসিং এবং সেট পিসে নিজের দক্ষতা প্রকাশ করেছেন তিনি।


স্প্যানিশ কোচ মানোলো ডিয়াজের অধীনে তাঁর দ্বিতীয় পর্বের ফুটবল ক্যারিয়ার বেশ ভালোভাবেই এগোচ্ছে বলে জানালেন এই ডাচ মিড ফিল্ডার। জানালেন প্রতিদিনই প্র্যাকটিসে উন্নতি করছেন তিনি। বেশ কিছুদিন প্র্যাকটিসের বাইরে থাকার পর প্র্যাকটিসে প্রথম এক দু-দিন কিছু সমস্যা হচ্ছিল। আগামী কয়েকদিনের মধ্যেই তিনি দলের সঙ্গে পুরোপুরি মানিয়ে নিতে পারেবন বলে দাবি করেছেন।

Share it