নিউজ ওয়েভ ইন্ডিয়া: নিভৃতবাস কাটিয়ে অনুশীলনে ফিরলেন ড্যানিয়েল চিমা চুকুউ। বৃহস্পতিবার মহানবমীর দিনই বল পায়ে ভাস্কোর প্র্যাকটিস মাঠ দাপাতে দেখা যায়। কখনও পায়ে করে ভলি মারছেন কখনও ড্রিবলিং বা পায়ে বল নাচাতে দেখা যায়।
পাশাপাশি শারীরিক কসরতও করেছেন তিনি। নাইজেরিয়ান স্ট্রাইকার Daniel Chima প্র্যাকটিস শুরু করায় খুশি লাল-হলুদ সমর্থকরা।