SCEB Diwali Wish
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: দীপাবলির আনন্দে ভেসেছে গোটা দেশ। আলোর রোশনাইয়ে সেজে উঠেছে দেশের প্রত্যেকটি প্রান্ত। সুদূর গোয়াতে বসেও উৎসবের আনন্দ থেকে নিজেদের বাদ রাখতে চাইছেন না লাল-হলুদ ফুটবলার ও স্টাফরা। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে দলের তরফে Diwali-এর শুভেচ্ছা বার্তা জানালেন অরিন্দম, রফিক, মার্সেলারা।


শুভেচ্ছাবার্তা জানান হেড কোচ ম্যানুয়েল ডিয়াজ় সহ গোটা কোচিং স্টাফ টিমও।

দিওয়ালি পালনের মাঝেও অনুশীলন চালিয়ে যাচ্ছে লাল-হলুদ শিবির। ISL শুরুর আগে আরও কয়েকটি প্র্যাকটিস ম্যাচ খেলারও পরিকল্পনা রয়েছে দলের।

Share it