নিউজ ওয়েভ ইন্ডিয়া: আসন্ন ISL মরশুমে SC East Bengal-এর জার্সি প্রকাশিত হওয়ার কথা ছিল দিওয়ালিতেই। কিন্তু জার্সি প্রকাশের আগেই তা সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়ে যায় শুক্রবার রাতেই। হোম, অ্যাওয়ে, থার্ড কিট তিনটি জার্সিরই ডিজাইন ফাঁস হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
যদিও আনুষ্ঠানিকভাবে এবিষয়ে লাল-হলুদ শিবিরের পক্ষ থেকে কিছুই জানানো হয়নি। অফিসিয়ালি আজকালের মধ্যেই আসন্ন আইএসএল মরশুমের জন্য জার্সি প্রকাশ হয়ে যেতে পারে।
