নিউজ ওয়েভ ইন্ডিয়া: নির্ভৃতবাস পর্ব কাটিয়ে অনুশীলন শুরু করলেন SC East Bengal-এর ফুটবলাররা। হেড কোচ ম্যানুয়েল মানোলো ডিয়াজ়ের তত্ত্বাবধানে মহাসপ্তমীর সকাল থেকেই গোয়ায় ভাস্কোর প্র্যাকটিস মাঠে অনুশীলনে নেমে পড়েন ডার্বিসেভিচরা। এদিন বেশ ফুরফুরে মেজাজেই ছিলেন ফুটবলাররা।
গোটা টিম এদিন অনুশীলন করলেও সদ্য দলে যোগ দেওয়া ড্যানিয়েল চিমা চুকউ দলের সঙ্গে অনুশীলন করেননি। তিনি কোয়ারেন্টাইনে রয়েছেন। ৮ দিনের কোয়ারেন্টাইন পর্ব মিটলেই তিনি দলের সঙ্গে অনুশীলন শুরু করবেন।
প্র্যাকটিসের ফাঁকে এদিন ফুটবলারদের হাসি ঠাট্টায় মেতে উঠতে দেখা যায়।