SCEB practice
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: মহাষ্টমীর সকালেও প্র্যাকটিসে ছুটি নেই SC East Bengal টিমের। হেড কোচ মানোলো ডিয়াজ়ের অধীনে কড়া অনুশীলন করলেন রফিকরা। মঙ্গলবার থেকেই পুরোদমে প্র্যাকটিস শুরু করেছেন লাল-হলুদ ফুটবলাররা।

বুধবার মহাষ্টমীর দিন সকালে শতাব্দী প্রাচীন ক্লাবের ফুটবলারদের দেখা গেল, ড্রিবল, পাসিং, বল পজিশনিং অনুশীলন করতে। হেড কোচের সঙ্গে মাঠে উপস্থিত ছিলেন পুরো কোটিং স্টাফরা। সেখানে প্রত্যেক ফুটবলারের অনুশীলনের খুঁটিনাটি নিয়ে আলোচনা চলে। মাঝেমধ্যেই ফুটবলারদের বিশেষ পরামর্শ দিতেও দেখা যায় ডিয়াজ় স্যারকে।


দলের বাঙালি ফুটবলাররা পুজো সত্ত্বেও দলকে ISL-এ ভালো জায়গায় নিয়ে যেতে বদ্ধপরিকর। তাই দেশের মানুষ উৎসবে মাতলেও তাঁরা যে একচুলও অনুশীলনে ফাঁকি দিতে রাজি নন, তা বুঝিয়ে দিয়েছেন ম্যানুয়েল মানোলো ডিয়াজ়ের ছেলেরা।

Share it