নিউজ ওয়েভ ইন্ডিয়া: চলতি সিজন শেষের পথে। ISL-এ SC East Bengal-এর বাকি আর মাত্র চারটি ম্যাচ। কিন্তু, এখনও রিক্রুট জারি রয়েছে ক্লাবে। রক্ষণ আরও মজবুত করতে এবার এক সেন্টার ব্যাককে দলে নিল লাল-হলুদ শিবির। ফ্রি ট্রান্সফার উইন্ডোতে নেপালি ফুটবলার অনন্ত তামাংকে সই করাল SC East Bengal।
২৪ বছর বয়সী এই সেন্টার ব্যাকের দলে যোগদানের কথা যদিও এখনও আনুষ্ঠানিকভাবে দলের তরফে ঘোষণা করা হয়নি। এর আগে কলকাতা প্রিমিয়ার লিগে সর্বোচ্চ গোলদাতা রাহুল পাসোয়ানকে দলে নিয়েছিল SC East Bengal।
মরশুমের শেষের দিকে এসে এভাবে রিক্রুট করার কোনও কারণ দেখতে পাচ্ছেন না ক্লাবের সদস্য, সমর্থকরা কেউই। প্রাক্তন ফুটবলাররাও এই রিক্রুটে যথেষ্ট অবাক হচ্ছেন। অনেকেরই ভাবনা, তাহলে কী আগামী মরশুমেও ইস্টবেঙ্গলের সঙ্গে থেকে যাবে শ্রী সিমেন্ট? না হলে এই দলের ISL-এ আর কোনও সম্ভাবনা না থাকা সত্ত্বেও কেন এভাবে রিক্রুট করা হচ্ছে ! যেখানে খাতায় কলমে আর নক আউটে যাওয়ার সম্ভাবনা নেই এসসি ইস্টবেঙ্গলের।