Les Cleevely
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: এক সপ্তাহেরও বেশি সময় ধরে গোয়ার ভাস্কোর মাঠে কঠোর অনুশীলন চালাচ্ছে SC East bengal। ইতিমধ্যেই ভাস্কো ও সালগাওকরের বিরুদ্ধে দু’দুটো প্র্যাকটিস ম্যাচ খেলে ফেলেছে দল। এরপরই দলের অনুশীলন নিয়ে সোশ্যাল মিডিয়ায় মুখ খুলেছেন গোলকিপিং কোচ লেস ক্লিভলি (Les Cleevely)।

দলের সঙ্গে চমৎকার মানিয়ে নিতে পেরেছেন বলে দাবি করেছেন এই প্রাক্তন চেলসি ফুটবলার। টুইট বার্তায় ক্লিভলি বলেছেন, “লাল-হলুদ পরিবারে দারুনভাবে সূচনা হয়েছে। দুর্দান্ত দল। নিজেকে গর্বিত মনে করছি প্রাক্তন রিয়াল মাদ্রিদ কোচ মানোলো ডিয়াজ় ও অ্যাঞ্জেলো গার্সিয়ার সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে। দলের প্রত্যেকেই দারুন মানুষ। এখনও পর্যন্ত দুটো ফ্রেন্ডলি ম্যাচ কেলেছি। দুটোই জিতেছি। আরও অনেক কাজ করার বাকি। এই দলের সঙ্গে যুক্ত হয়ে গর্বিত বোধ করছি।”


এর আগে বাংলাদেশের সিনিয়র জাতীয় দলের সদস্য ছিলেন লেস ক্লিভলি। ২০ বছরের কোচিংয়ের অভিজ্ঞতা রয়েছে তাঁর। ১৯৯৭ সালে Milwall FC-এর হয়ে কোচিং জীবন শুরু করেন UEFA ‘A’ লাইসেন্স হোল্ডার এই গোলকিপার কোচ। Fulham FC-তে এডউইন ভানডার সার ও মাইক টেলরের সঙ্গে কাজ করেছেন ১৯৯৯ থেকে ২০০২ সাল পর্যন্ত। আরও এক ইংলিশ প্রিমিয়ার লিগ দল টটেনহ্যাম হটস্পার-এও কাজ করেছেন ৫৬ বছরের এই কোচ।

Share it