Bastab Roy
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: ATK Mohun Bagan-এর ভারতীয় সহকারী কোচ বেছে নেওয়া হল। সূত্র মারফৎ এমনই খবর পাওয়া গেছে। অ্যান্তনিও লোপেজ় হাবাসের সহকারী হয়ে এবার ISL-এর দলে দেখা যাবে বাস্তব রায়কে। যদিও এখনও সরকারিভাবে বাস্তব রায়ের নাম এখনও দলের তরফে ঘোষণা করা বাকি।

গত মুরসুমে ATK Mohun Bagan-এর সহকারী কোচ ছিলেন সঞ্জয় সেন। তাঁর জায়গায় এবার হাবাসকে অ্যাসিস্ট করবেন বাস্তব রায়। ভারতীয় দলের এই প্রাক্তন ফুটবলার এর আগেও ATK-এর হয়ে কোচিং দলে ছিলেন। হাবাসের সঙ্গে কাজের পূর্ববর্তী অভিজ্ঞতা রয়েছে তাঁর। ফলে এবার কর্মকর্তারা বাস্তব রায়কে ভেবেচিন্তেই বেছে নিয়েছেন বলে মত ফুটবল মহলের।

Share it