SC East Bengal
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: কঠোর অনুশীলনে ডুবে গোটা দল। জুনিয়র গৌতম সিং হোক বা অভিজ্ঞ ড্যানিয়েল চিমা, কঠোর প্র্যাকটিসে মগ্ন সকলে। দলের তরফে রবিবার সোশ্যাল মিডিয়ায় একটি প্র্যাকটিস ভিডিও প্রকাশ করা হয়েছে। তাতে দেখা যাচ্ছে ঘাম ঝরানো অনুশীলনে ব্যস্ত লাল-হলুদ ফুটবলাররা।

প্র্যাকটিসে হেড কোচ ম্যানুয়েল মানোল ডিয়াজ়ের নেতৃত্বে স্ট্র্যাটেজি সাজানো হচ্ছে। প্রত্যেক ফুটবলারকে বুঝিয়ে দেওয়া হচ্ছে কার কী ভূমিকা। স্প্যানিশ কোচের হাতে রয়েছে ট্যাব। তাতে গ্রাফিক্সের মাধ্যমে বোঝানো হচ্ছে ফুটবলারদের পজিশন। গোয়ার ভাস্কো মাঠে চলছে নিয়ম, নিষ্ঠা, শৃঙ্খলা মেনে অনুশীলন।


SC East Bengal ফুটবলারদের অনুশীলন দেখলে মনে হচ্ছে কালই মাঠে নেমে বড় ম্যাচ খেলার জন্য তাঁরা মানসিকভাবে প্রস্তুত। যেটা রবি ফাউলারের দলের ক্ষেত্রে দেখা যায়নি। কেননা গতবার লাল-হলুদ শিবির এই ধরনের প্র্যাকটিসের সময়ই যথেষ্টভাবে পায়নি। এবার ISL-এর অন্য দলগুলির তুলনা প্রস্তুতিতে অনেকটাই এগিয়ে থাকছে শতাব্দী প্রাচীন ক্লাব।

Share it