New Hotel for SCEB
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: হোটেল পরিবর্তন করছে SC East Bengal। নতুন হোটেলটি উত্তর গোয়ায় অবস্থিত। হোটেল জ়োন কানেক্ট নামে এবার ওই হোটেলটিতে থাকবে লাল-হলুদ ফুটবলার স্টাফরা এবং টিম ম্যানেজমেন্টের কর্মকর্তারা। হোটেলটিতে থাকার পাশাপাশি বদল হয়ে যাচ্ছে অনুশীলনের মাঠও। এবার থেকে ম্যানুয়েস ডিয়াজের ছেলেরা অনুশীলন করবে Candolin Ground -এ।


সিজন সেভেন-এ এই মাঠেই অনুশীলন করেছিল North East United FC। এর আগে যে হোটেলটিতে SC East Bengal থাকত সেই হোটেলটির নাম ছিল হিল্টন গোয়া রিসর্ট। এই হোটেলটি থেকে ডস বস্ক মাঠটি খুবই কাছে থাকায় প্র্যাকটিসে সুবিধেও হচ্ছিল লাল-হলুদ শিবিরে। কিন্তু কোভিডের কারণে জৈব সুরক্ষা বলয় নিয়ে সমস্যা দেখা দেওয়ায় হোটেল পরিবর্তন করার সিদ্ধান্ত নেয় টিম ম্যানেজমেন্ট।

Share it