SC East Bengal Team
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: আট ফুটবলারকে ISL স্কোয়াড থেকে ছেড়ে দিচ্ছে SC East Bengal। সূত্র মারফৎ এমনই খবর পাওয়া গেছে। যদিও ফুটবলারদের সঙ্গে চুক্তি থাকবে লাল-হলুদের। ISL স্কোয়াড থেকে ছেড়ে দেওয়া ফুটবলারদের মধ্যে রয়েছেন I League ২০২১-এর সেরা ইমার্জিং ফুটবলার সোংপু সিংসিত (Songpu Singsit)।


এছাড়াও রিলিজড ফুটবলারদের যে তালিকা তৈরি করা হয়েছে, তাদের মধ্যে মিডফিল্ডার শুভ ঘোষ, আকাশদীপ সিং রোমিও ফার্নান্ডেজ, লোকেন মেইতেই, সেরেনিও ফার্নান্ডেজ, আসির আখতার-এর মতো ফুটবলারের নাম রয়েছে বলে সূত্রের খবর।


এদিকে SC East Bengal আরও ৩টি প্রস্তুতি ম্যাচ খেলবে বলে জানা গেছে। বিপক্ষ দলগুলির মধ্যে রয়েছে FC গোয়ার মতো টিমও।

Share it