ATKMB Practice
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: নতুন মরশুমের Indian Super League (ISL) খেলার জন্য বৃহস্পতিবার থেকে পুরোদমে প্রস্তুতি শুরু করে দিলেন অ্যান্তোনিও লোপেজ হাবাস। রয় কৃষ্ণ, প্রীতম কোটালদের নিয়ে এদিন বিকেলে অনুশীলন শুরু করেন তিনি। গতবারের যে মাঠে এটিকে মোহনবাগান অনুশীলন করেছিল এবারও সেই মাঠেই অনুশীলন করছে সবুজ-মেরুন ব্রিগেড। গোয়ার বেনোলিনের সেই মাঠেই বৃহস্পতিবার বিকেলে অনুশীলন করতে দেখা গেল অমরিন্দর সিং, প্রবীর দাসদের।

প্রথমদিন আপাতত শারীরিক সক্ষমতা বাড়ানোর দিকেই জোর দিয়েছেন আইএসএল রানার্স টিমের কোচ। পরে বল নিয়েও অনুশীলন হয়। বুধবারই মাদ্রিদ থেকে পুরো কোচিং স্টাফ নিয়ে কোলভার হোটেলে পৌঁছে গিয়েছিলেন হাবাস। দলের বাকি ফুটবলাররা দফায় দফায় হোটেলে পৌঁছন।

জাতীয় দলের হয়ে খেলতে ব্যস্ত থাকায় দলের সঙ্গে যোগ দিতে পারেননি সুমিত রাঠি এবং দীপক টাংরি। তবে SAFF Cup জয়ী দলের চার ফুটবলার প্রতীম কোটাল, মনবীর সিং, শুভাশিষ বসু এবং লিস্টন কোলাসো অবশ্য শিবিরে যোগ দিয়েছেন।

Share it