নিউজ ওয়েভ ইন্ডিয়া: নাইজেরিয়ান স্ট্রাইকার ড্যানিয়েল চিমা চুকুর দলে যোগদানের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করল জামশেদপুর এফসি। এসসি ইস্টবেঙ্গলের হয়ে এবছর ১০টি ম্যাচ খেলে দুটি গোল করেছেন চিমা।
Welcome Nigerian striker🔥
Hoping for your best season🙏🙏#joharjamshedpur #JamshedpurFc#Jamkekhelo https://t.co/nCogiPHbeb— Sumit (@Shi_v_esh05) January 15, 2022
এদিকে লাল-হলুদের প্রাক্তন সহকারী কোচ রেনেডি সিং ফের দলে যোগ দিতে পারেন বলে জানা গেছে। SC East Bengal-এর টেকনিক্যাল ডিরেক্টর হচ্ছেন তিনি। নতুন হেড কোচ মারিও রিভেরার সহকারী থাকতে রাজি হননি রেনেডি। তাঁর কোচিং দর্শনের সঙ্গে রিভেরার একেবারেই মিল নেই, এই কারণ দেখিয়ে সদ্য দলত্যাগ করেছেন তিনি।
অপরদিকে, কোভিড পরিস্থিতিতে ISL-এর পরবর্তী পদক্ষেপ ঠিক করতে আগামীকাল রবিবার জরুরি বৈঠকে ডেকেছে বলে জানা গেছে।