SC East Bengal-এর নতুন গোলকিপার কোচ হয়ে এলেন মিহির সাওয়ান্ত। লেস ক্লিভলি-র জায়গায় লাল-হলুদের নতুন গোলকিপার কোচ হয়েছেন তিনি। ৩৪ বছরের এই গোলকিপার কোচ এর আগে আই লিগে গোকুলাম এফসি-কে বিজয়ী হতে সাহায্য করেছিলেন।
এই মরশুমে মহামেডান স্পোর্টিং ক্লাবের গোলকিপার কোচ ছিলেন তিনি। সেখান থেকেই লাল-হলুদে যোগ দিয়েছেন মিহির সাওয়ান্ত। এছাড়াও জামশেদপুর এফসি ও চার্চিল ব্রাদার্সকেও কোচিং করিয়েছেন তিনি।
এসসি ইস্টবেঙ্গলে যোগ দিয়েই মিহির বলেন, “এই দলে খুবই ভালো সব গোলকিপার রয়েছেন। তাঁদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি গর্বিত। তাঁদের পারফর্ম্যান্স যাতে আরও ভালো হয় তার চেষ্টা করব। এই মুহূর্তে ISL-এ ১১টি ম্যাচে ৬ পয়েন্ট পেয়ে লিগ টেবিলের শেষে অর্থাৎ ১১ নম্বরে রয়েছে SC East Bengal।”