SC East Bengal
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: ডিফেন্সের সমস্যার মেটাতে এবার দলের আরও এক ফুটবলারকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া শুরু করল SC East Bengal। প্রাক্তন কোচ জোস ম্যানুয়েল ডিয়াজ় প্রথম স্কোয়াড থেকে বেশ কয়েকজন ফুটবলারকে রিজ়ার্ভে পাঠিয়েছিলেন। এবার ISL-এ দল সমস্যায় থাকায় তাদের মধ্যেই কয়েকজনকে ফিরিয়ে আনার চিন্তাভাবনা করছে টিম ম্যানেজমেন্ট।

ইতিমধ্যেই শুভ ঘোষ ও সংপু সিংসিতকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। এবার শোনা যাচ্ছে সেরিনিও ফার্নান্ডেজকে দলে অন্তর্ভুক্ত করতে চলেছে টিম ম্যানেজমেন্ট। এফসি গোয়া থেকে এবছর লোনে আনা হয়েছিল এই লেফট ব্যাককে। গত চারবছর তিনি FC Goa-র হয়ে ISL-এ বেশ কয়েকটি ম্যাচ খেলেছেন।

এদিকে SC East Bengal-এর পরের ম্যাচ বুধবার এফসি গোয়ার বিরুদ্ধে। কিন্তু, দলে বেশ কয়েকজন ফুটবলার ও সাপোর্ট স্টাফের করোনা পজিটিভ ধরা পড়ায় কয়েকজন অনুশীলনে নামছে না দল।

Share it