Tomislav
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: ইস্টবেঙ্গলে যোগ দিয়ে দারুন খুশি টমিস্লাভ মার্সেলো। তিনি একটি বার্তায় জানিয়েছেন, “SC East Bengal-এ খেলার সুযোগ পেয়ে আমি খুশি। আমার বেশ কয়েকজন বন্ধুর কাছে ক্লাবের সুখ্যাতির কথা শুনেছি। আমার বেশ কয়েকজন বন্ধু ভারতে খেলেছেন। ইস্টবেঙ্গল ক্লাবের সুনামের কথা আমাকে তাঁরাই জানিয়েছে।”


লাল-হলুদের এই সেন্টার ব্যাক আরও জানিয়েছেন, “দলের রক্ষণে আমি অভিজ্ঞতা আনব। বুক দিয়ে ডিফেন্স রক্ষা করব। আমি লাল-হলুদ সমর্থকদের আবেগের কথা জানি। এবার গ্যালারিতে সমর্থকরা উপস্থিত থাকতে পারবে না। তাই সরাসরি তারা উৎসাহ দিতে পারবে না দলকে। এটা খারাপ লাগলেও সমর্থকদের আনন্দ দেওয়ার চেষ্টা করব আমরা। মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছি আমি।”

Share it