SCEB Goal
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: ফ্রেন্ডলি প্র্যাকটিস ম্যাচে Vasco SCকে ৩-১ গোলে হারাল ম্যানুয়েল মানোলো ডিয়াজ়ের ছেলেরা। এদিনের ম্যাচ শুরু হয় ভাস্কো মাঠে সকাল সাড়ে ৮টায়। এদিনের ম্যাচে মূলত জুনিয়র প্লেয়ারদেরই পরখ করে নিতে চেয়েছিলেন হেড কোচ। সেক্ষেত্রে তারা বিশেষ হতাশ করেননি রিয়াল মাদ্রিদ কাস্টিলা কোচকে।

৩৮ মিনিটের মাথায় প্রথম গোল পায় SC East Bengal। সেমবই হাওকিপ প্রথম গোল করেন। হাফ টাইম পর্যন্ত ১-০ গোলে এগিয়ে ছিল লাল-হলুদ। ৫৪ মিনিটের মাথায় গোল করে দলকে এগিয়ে দেন শুভ ঘোষ। ৮৪ মিনিটে একটি গোল শোধ করে ভাস্কো এসসি। ৮৭ মিনিটে জুনিয়র প্লেয়ার সিদ্ধান্ত শিরোদকর গোল করে ব্যবধান বাড়িয়ে ৩-১ করেন। খেলা শেষ হয় ৩-১ স্কোরেই।


আগামীকাল শনিবার সালগাওকর এফসির বিরুদ্ধে আরও একটি প্র্যাকটিস ম্যাচ খেলবে এসসি ইস্টবেঙ্গল।

Share it