নিউজ ওয়েভ ইন্ডিয়া: বিজয়া দশমীর দিনেই ইতিহাস তৈরির হাতছানি Kolkata Knight Riders-এর। প্রথম পর্যায়ে লিগ টেবিলে সাত নম্বরে থাকলেও মরুশহরে দ্বিতীয় পর্ব শুরু হতে ঝড় তুলতে শুরু করে KKR। ৯টি ম্যাচের মধ্যে ৭টিতেই জয়ী হয় নাইট বাহিনী।
After 59 matches played over two phases in two different countries, we finally have our #IPL2021 finalists in @ChennaiIPL and @KKRiders.
Will it be a fourth title for #CSK or third for #KKR on Friday? 🏆#CSKvKKR #IPLFinal pic.twitter.com/L5fUmTKF5h
— Circle of Cricket (@circleofcricket) October 13, 2021
এর আগে ২০১২ সালে ফাইনালে ধোনি ব্রিগেডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল KKR। এবার সেই ইতিহাসের পুনরাবৃত্তিই করতে পারেন কিনা ভেঙ্কিরা সেটাই দেখার। এর আগে দু’বার ফাইনালে খেলেছে কলকাতা নাইট রাইডার্স। দুবারই চ্যাম্পিয়ন। শুক্রবার তৃতীয়বারের জন্য নামছে শাহরুখের টিম। জিতলেই চেন্নাই সুপার কিংসের সঙ্গে তিনবার IPL জয়ীর সারিতে উঠে আসবে KKR বাহিনী।
IPL-এ গত কয়েক মরসুমে হতাশাজনক পারফরমেন্স করেছে SRK-এর টিম। চলতি মরশুমের অব্যাহত ছিল হতাশাজনক পারফরম্যান্স। প্রথম সাত ম্যাচের পাঁচটিতেই হার। কিন্তু, দ্বিতীয় পর্ব শুরু হতেই দারুণভাবে ঘুরে দাঁড়ায় মর্গান বাহিনী। খাতায়-কলমে এবং এ বারের IPL-এর পারফরম্যান্সের নিরিখে দুই দলের মধ্যে তেমন কোনও তফাৎ নেই। তার মধ্যেও দুটি বিভাগে দুটি দল শক্তিশালী। অভিজ্ঞতার দিক দিয়ে চেন্নাই অবশ্যই কলকাতার থেকে এগিয়ে রয়েছে। আর কলকাতা এগিয়ে রয়েছে স্পিন বোলিং আক্রমণে।